Last Updated: December 29, 2013 23:23
সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর রবিবার বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতের দিকে হঠাত্ই শ্বাসকষ্ট বেড়ে যায়। তারসঙ্গে বেড়ে যায় হৃদস্পন্দন। মহানায়িকাকে তড়িঘড়ি আইটিইউ (ITU) তে স্থানান্তরিত করা হয়েছে। জরুরি তলব করা হয়েছে ডাক্তারদের। সুচিত্রা সেনের চিকিত্সার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সমস্ত সদস্যকে নার্সিংহোমে ডেকে পাঠানো হয়েছে। তাঁর ফুসফুসে জল জমেছে বলে নার্সিংহোম সূত্রে খবর। তাঁর বুকের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন চিকিত্সকরা।
First Published: Sunday, December 29, 2013, 23:24