Last Updated: January 13, 2012 19:00

জলপাইগুড়িতে দুটি চিতাবাঘের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্রান্তির বারোঘড়িয়া এবং কাঠামবাড়ি এলাকা থেকে দুটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। মালবাজারের রাজা চা-বাগান থেকে চারটি চিতাবাঘের শাবককেও উদ্ধার করে বন দফতর।
First Published: Friday, January 13, 2012, 19:00