মৃত জোড়া চিতাবাঘ, উদ্ধার চারটি ছানা

মৃত জোড়া চিতাবাঘ, উদ্ধার চারটি ছানা

মৃত জোড়া চিতাবাঘ, উদ্ধার চারটি ছানাজলপাইগুড়িতে দুটি চিতাবাঘের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্রান্তির বারোঘড়িয়া এবং কাঠামবাড়ি এলাকা থেকে দুটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। মালবাজারের রাজা চা-বাগান থেকে চারটি চিতাবাঘের শাবককেও উদ্ধার করে বন দফতর।

First Published: Friday, January 13, 2012, 19:00


comments powered by Disqus