Last Updated: January 7, 2014 12:58
অভয়ারণ্যে চিতাবাঘকে পিটিয়ে মারল গ্রামবাসীরা। আজ ভোর রাতে ডুয়ার্সের গরুমারার কাছে উত্তর দুর্বঝোরা গ্রামে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এরপরই গ্রাম জুড়ে তাণ্ডব চালাতে থাকে চিতাবাঘটি। চিতাবাঘের হামলায় জখম হন তিনজন গ্রামবাসী। এরপরই চিতাবাঘটিকে ঘিরে ফেলে লাঠি দিয়ে পেটানো শুরু করেন গ্রামবাসীরা। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাঘটির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে বন দফতরের কর্মীরা।
ডুয়ার্সের গুরুমারার কাছে উত্তর দুর্বঝোরা গ্রামে চিতাবাঘ ঢুকে পড়ে সকাল থেকেই তাণ্ডব চালায় গ্রামে। তিন জন গ্রামবাসী আহত । এরপর চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
First Published: Tuesday, January 7, 2014, 15:13