Last Updated: June 20, 2012 12:00

ফের চাবাগানের জলাশয়ে পড়ে গেল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। প্রায় একঘণ্টার চেষ্টায় শিলিগুড়ির চা বাগানের জলাশয়ে পড়ে যাওয়া চিতাবাঘটিকে উদ্ধার করলেন বনকর্মীরা। মঙ্গলবার রাতে বাগডোগরার কাছে হাসখোয়া চা বাগানের জলে পড়ে যায় চিতাবাঘটি। বুধবার সকালে সেটিকে ওই অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই বন দফতরে খবর দেওয়া হয়।
সকাল নটা নাগাদ চিতাবাঘটিকে উদ্ধার করতে আসেন বনকর্মীরা। বনকর্মীদের ফেলে দেওয়া জাল বেয়েই উঠে আসে চিতাবাঘটি। তারপর সেটি জঙ্গলে পালিয়ে যায়। প্রায় ৮ ঘণ্টা জলে ভেসেছিল চিতাবাঘটি।
গতমাসে শিলিগুড়িরই সঙ্গতরাম চাবাগানের জলাশয়ে এভাবেই পড়ে যায় একটি চিতাবাঘ। দীর্ঘক্ষণের চেষ্টায় সেটিকে উদ্ধার করেন বনকর্মীরা।
First Published: Wednesday, June 20, 2012, 12:11