Last Updated: April 4, 2012 13:54

চা বাগান থেকে উদ্ধার হল ৪টি চিতাবাঘের শাবক। বুধবার সকালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মুঘলকাটা চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা শাবকগুলিকে দেখতে পান। বন দফতরে খবর দেন তাঁরা। দু`টি শাবক অসুস্থ থাকায়, বনকর্তারা তাদের চিকিত্সার জন্য নিয়ে যান।
চা শ্রমিকরা জানিয়েছেন, একটি চিতাবাঘ দিনকয়েক আগে তাঁদের বাগানে বাচ্চা প্রসব করে। তারপর থেকে ওই বাগানেই ছিল সে। এদিন সকালে চিতাবাঘটি শাবকগুলিকে নিয়ে হঠাত্ই কর্মীদের সামনে চলে আসে। তারপরই সে এলাকা ছেড়ে ছেলে যায়। কিন্তু ফেলে যায় তার শাবকগুলিকে। বনকর্মীরা জানিয়েছেন, চিতাবাঘ ফিরে এসে যাতে শাবকের সন্ধান পায়, তার জন্য চা বাগানের ওই জায়গাতেই তাদের রেখে দেওয়া হবে।
First Published: Wednesday, April 4, 2012, 13:54