Last Updated: November 14, 2011 11:05

পূর্ণবয়স্ক চিতাবাঘ উদ্ধারকে কেন্দ্র করে সকালে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায়। গত সপ্তাহেই এলাকায় চিতাবাঘের হামলায় তিনজন স্থানীয় বাসিন্দা গুরুতরভাবে জখম হন। এরপরেই বনদফতরের তরফে এলাকায় জোরদার করা হয় নজরদারি। চা বাগানে পাতা হয় বেশ কয়েকটি খাঁচাও। সোমবার সকালে বনদফতরের পাতা এই ফাঁদেই ধরা পড়ে চিতাবাঘটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন বনদফতরের কর্মীরা। প্রাথমিক চিকিত্সার পর আজকেই তাকে স্থানীয় তোতাপাড়ার জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছেন বনদফতরকর্মীরা। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় চিতাবাঘের উপদ্রব বেড়ে যাওয়ায় আরও আটটি চাবাগানে ফাঁদ পেতেছে বনদফতর।
First Published: Monday, November 14, 2011, 11:05