Last Updated: April 27, 2013 10:14

বনদফতরের পাতা ফাঁদে অবশেষে ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি স্ত্রী চিতাবাঘ। ডুয়ার্সের মেওড়া নদী চা বাগানে বেশ কিছুদিন থেকেই ঘোরাফেরা করছিল চিতাবাঘটি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন চাশ্রমিকরা। এরপর খবর পেয়ে চিতাবাঘটিকে ধরার জন্য ফাঁদ পাতেন বনদফতরের কর্মীরা।
শনিবার ভোররাতে ধরা পড়ে ফাঁদে ধরা পড়ে স্ত্রী চিতাবাঘটি। চিতাবাঘটি ধরা পড়ায় আপাতত কিছুটা স্বস্তিতে চা শ্রমিকরা। বনদফতরসূত্রে খবর, ইতিমধ্যেই চিতাবাঘটিকে গরুমারার জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিত্সার পর সেখানেই চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।
First Published: Saturday, April 27, 2013, 10:14