levalini

রেকর্ড ভাঙলেন লাভিলেনি

রেকর্ড ভাঙলেন লাভিলেনিভেঙে গেল পোলভল্টে সের্গেই বুবকার করা ২১ বছরের পুরনো বিশ্বরেকর্ড। ইউক্রেনের ডোনেত্সকে এক ইন্ডোর মিটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন অলিম্পিক চ্যাম্পিয়ন ফরাসি পোলভল্টার রেনোঁ লাভিলেনি।

৬.১৬ মিটার লাফিয়ে বিশ্বরেকর্ড গড়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাভিলেনি। কাকতালীয়ভাবে এই ডোনেত্সকেই উনিশশো তিরানব্বই সালে পোলভল্টে ইন্ডোর বিশ্বরেকর্ড গড়েছিলেন সের্গেই বুবকা। লাভালেনির বিশ্বরেকর্ড গড়ার মুহূর্তেও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বুবকা। বুবকার চেয়ে এক সেন্টিমিটার বেশি লাফিয়েছেন লাভিলেনি। তবে আউটডোরে করা বুবকার বিশ্বরেকর্ড এখনও ভাঙতে পারেননি এই ফরাসি অ্যাথলিট।

First Published: Sunday, February 16, 2014, 12:30


comments powered by Disqus