লড়াই চলছে, লড়াই চলবে, জানিয়ে দিলেন সমকামীরা

লড়াই চলছে, লড়াই চলবে, জানিয়ে দিলেন সমকামীরা

লড়াই চলছে, লড়াই চলবে, জানিয়ে দিলেন সমকামীরা সুপ্রিম কোর্টের রায়ে হতাশ এলজিবিটি আন্দোলনকারীরা। সর্বোচ্চ আদালতের এই রায় মধ্যযুগীয়। পিছনে ঠেলে দেবে দেশকে। বলছেন ক্ষুব্ধ সমকামীরা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, লড়াই আগেও চলছিল, এরপরেও চলবে। সুপ্রিম কোর্টের রায় দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে দিল। মনে করছেন সমকামিতার অধিকারের বিরুদ্ধে আবেদনকারীরা। সুপ্রিম কোর্টের রায়ে বেজায় খুশি রামদেব।

সুপ্রিম কোর্টের রায় হতাশার কিনারায় ঠেলে দিল সমকামীদের। সুপ্রিম কোর্টে সমকামীদের পক্ষে আবেদনকারীদের অন্যতম ছিলেন চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। সুপ্রিম কোর্টের রায়ে হতাশ গোপন করেননি অভিনেতা রাহুল বোস, ফারহান আখতার, অনুষ্কা শর্মারা। আরও অনেকের মতো টুইটে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেতা আমির খানও। তাঁর মতে, এই রায় মানবাধিকারের বিরুদ্ধে। আমিরের তোলা প্রশ্নটা উঠছে সমাজের বিভিন্ন মহল থেকেই।

ইতিহাসবিদ রামচন্দ্র গুহর মতে, সুপ্রিম কোর্টের রায় বর্বরতা ও মধ্যযুগের পথে এক কদম পিছিয়ে যাওয়া। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কী কী আইনি পথ খোলা আছে, তা খতিয়ে দেখতে শুরু করেছে সমকামী সংগঠনগুলি। তবে দেশের সর্বোচ্চ আদালত সব রাস্তা বন্ধ করে দেয়নি। বলটা সংসদের কোর্টে ঠেলে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে, আইনসভা চাইলে ভারতীয় দণ্ডবিধার ৩৭৭ নম্বর ধারা সংশোধন করতে পারে। তাই নতুন করে লড়াইয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে সমকামীদের সংগঠনগুলি।

First Published: Wednesday, December 11, 2013, 23:44


comments powered by Disqus