গ্রেফতার গদ্দাফির প্রাক্তন গোয়েন্দা প্রধান

গ্রেফতার গদ্দাফির প্রাক্তন গোয়েন্দা প্রধান

গ্রেফতার গদ্দাফির প্রাক্তন গোয়েন্দা প্রধানধরা পড়লেন মুয়াম্মর গদ্দাফির প্রাক্তন গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি। শনিবার রাতে পশ্চিম আফ্রিকার মওরিতানিয়ায় গ্রেফতার করা হয় সেনুসিকে। মওরিতানিয়া পুলিস সূত্রে খবর, রাজধানী নোওয়াকচট বিমানবন্দরে জাল পাসপোর্টসহ গ্রেফতার করা হয় সেনুসিকে।

মওরিতানিয়ার সরকারি চ্যানেল জানিয়েছে, গ্রেফতার করার সময় সেনুসির সঙ্গে একটি যুবকও ছিল। তবে ওই যুবক সেনুসির ছেলে কি না, তা এখনও জানা যায়নি। গদ্দাফির গোয়েন্দা প্রধানকে গ্রেফতারের খবর স্বীকার করেছে লিবিয়া সরকারও। এবং সেনুসিকে লিবিয়ায় প্রত্যর্পণের জন্য মওরিতানিয়া সরকারের কাছে আবেদনও জানিয়েছে লিবিয়া। গত বছর অক্টোবরে মুয়াম্মর গদ্দাফির মৃত্যুর সময় লিবিয়া ছেড়ে পালিয়ে যান সেনুসি। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সেনুসিকে খুঁজছিল আন্তর্জাতিক আদালত।

শুধু লিবিয়া, আন্তর্জাতিক অপরাধ আদালতই নয়, ধৃত প্রাক্তন গোয়েন্দা প্রধানকে নিজেদের হেফাজতে নিতে চাইছে ফ্রান্সও। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দফতর জানিয়েছে, ১৯৮৯ সালে নাইজের বিমানবন্দরে একটি বিস্ফোরণে ৫৪ জন ফরাসি নাগরিকের মৃত্যু হয়েছিল। সেই বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত সেনুসি। যদিও মউরিতানিয়া সরকারের বক্তব্য, সেনুসির বিরুদ্ধে তদন্ত প্রথমে মওরিতানিয়াতেই হবে। ফলে লিবিয়া, মওরিতানিয়া, ফ্রান্স না আন্তর্জাতিক অপরাধ আদালত-- কার কাছে হস্তান্তর করা হবে গদ্দাফির গোয়েন্দা প্রধানকে, প্রশ্ন উঠছে তা নিয়েই।











First Published: Sunday, March 18, 2012, 16:41


comments powered by Disqus