Last Updated: November 8, 2012 15:26

বহুদিন পর `স্বস্তি` এল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনের কাছে। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে বিসিসিআই-এর যাবজ্জীবন নির্বাসনের নির্দেশকে আইন বিরুদ্ধ বলে রায় দিল।
ম্যাচ গড়াপেটার অপরাধে ২০০০ সালে আজহারকে সবরকমের ক্রিকেট থেকে যাবজ্জীবন নির্বাসনের নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড। বিসিসিআই-এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এই হায়দরাবাদি প্রথমে সিটি সিভিল কোর্টে আবেদন করেন। কিন্তু সেখানে বিসিসিআই-এর নির্বাসনের নির্দেশই বহাল থাকে। এরপর নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন। কোন সঙ্গত প্রমাণ ছাড়াই বিসিআই আজহারকে যাবজ্জীবন নির্বাসন দিয়েছে বলে আদালতে তাঁর হয়ে তাঁর আইনজীবি সওয়াল করেন। আইনি লড়াইয়ে প্রাথমিক পর্যায়ে পরাজিত হলেও `সেমিফাইনাল` টা কিন্তু জিতে নিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ডানহাতি ব্যাটসম্যান।
সৌরভ পূর্ববর্তী ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়ক আজহার ৯৯ টি টেস্ট খেলে ৬২১৫ রান করেছেন। গড় ৪৫। ৩৩৪ টি একদিনের ম্যাচে ৩৬.৯২ গড় নিয়ে তাঁর মোট রান ৯৩৭৮।
First Published: Thursday, November 8, 2012, 15:35