Last Updated: October 5, 2013 18:21

ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে ঝামেলার জের। আজীবন নির্বাসিত হতে পারেন ভারতের ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা। তাঁকে নির্বাসিত করার সুপারিশ করেছে ভারতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের গঠিত শৃঙ্খলারক্ষা কমিটি।
আইবিএলে নিজের দল দিল্লি স্ম্যাশার্সের খেলোয়াড়দের বঙ্গা বিটসের বিরুদ্ধে ম্যাচে না খেলার জন্য উস্কে ছিলেন জোয়ালা। তাঁর এই আচরণের বিরুদ্ধে তদন্ত করতে একটি কমিটি গঠিত করেছিল বিএআই। শাস্তির ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। তবে জোয়ালা যদি ক্ষমা চেয়ে নেন তাহলে তাঁকে শাস্তির মুখে নাও পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিএআই কর্তারা।
First Published: Saturday, October 5, 2013, 18:29