life time jail on Sushil murder verdict

সুশীল পাল হত্যা মামলায় বিশ্বজ্যোতি বসু, পিয়ালী দাস সহ ৮ জনকে যাবজ্জীবনের নির্দেশ

দশ বছর পর অবশেষে সাজাঘোষণা হল চিকিত্‍সক সুশীল পাল হত্যাকাণ্ডে। দোষী সাব্যস্ত ১২ জনের মধ্যে ৮ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। এদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত বিশ্বজ্যোতি বসু, চিকিত্‍সক পিয়ালী দাসও। অভিযুক্ত বাকি চারজনকে সাত বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকালই এই বারো জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। ২০০৪-এর জুলাইয়ে খুন হন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের চিকিৎসক সুশীল পাল। শরীরে মেলে ৩৩টি আঘাতের চিহ্ন। সিআইডি এই হত্যাকাণ্ডের তদন্ত ভার নেয়। অভিযোগ বেআইনি গর্ভপাত করাতে সম্মত না হওয়াতেও খুন হন ওই চিকিত্সক। বালির সেবায়তন নার্সিং হোমের কর্তা বিশ্বজ্যোতি বসু, চিকিত্সক পিয়ালী দাস সহ বারোজন এই মামলায় গ্রেফতার হন। বিশ্বজ্যোতি বসু সে সময় সিপিআইএমের বালি তেরো নম্বর জোনাল কমিটির সদস্য ছিলেন। ঘটনার পরেই তাঁকে বহিস্কার করে সিপিআইএম।

First Published: Tuesday, April 22, 2014, 15:23


comments powered by Disqus