Lindsay`s photo leak, বাজারে ফাঁস লিন্ডসের প্লেবয়-চিত্র

বাজারে ফাঁস লিন্ডসের প্লেবয়-চিত্র

বাজারে ফাঁস লিন্ডসের প্লেবয়-চিত্রপ্লেবয় ম্যাগাজিনের জন্য দেওয়া লিন্ডসে লোহানের নগ্ন ফোটোশুট এবার ফাঁস হয়ে গেল বাজারে, ম্যাগাজিন প্রকাশের আগেই।

ছবিতে লিন্ডসেকে দেখা গেছে প্লেবয় বানি চেয়ার জড়িয়ে দাঁড়িয়ে আছেন। পরনে শুধুই কালো হাই হিল জুতো। ঠোঁটে ছিল গাঢ় লিপস্টিক, আর কাঁধ ছাপানো কোঁকড়া ব্লন্ড চুল। বাজারে খবর ছবিটির জন্য লিন্ডসে এক মিলিয়ন ডলার পেয়েছেন।

ম্যাগাজিনের মালিক হিউজ হেফনারের কথায় ‘এটা একটা ক্লাসিক শট। আমরা টম কেলির তোলা নগ্ন মেরিলিন মনরোর ছবির আদলে এই ফোটোশুট করেছি।`

First Published: Thursday, December 8, 2011, 21:00


comments powered by Disqus