Last Updated: June 10, 2014 19:09
বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল মেট্রো। শোভাবাজার থেকে শ্যামবাজারের মধ্যে মেট্রোলাইনে ফাটল ধরা পড়ে। ৬টা ১৪ মিনিটে মেট্রো চলার সময় বিকট শব্দ শোনেন মেট্রো চালক। বিষয়টি কন্ট্রোলরুমে জানানো হয়। তারপর থেকেই বন্ধ দমদমগামী ট্রেন। আপাতত কবি সুভাষ থেকে গিরীশ পার্ক অবধি ট্রেন চলছে।
(বিস্তারিত খবর একটু পরে)
First Published: Tuesday, June 10, 2014, 19:22