মদ কেনা নিয়ে বচসার জেরে রণক্ষেত্র কল্যাণী

মদ কেনা নিয়ে বচসার জেরে রণক্ষেত্র কল্যাণী

মদ কেনা নিয়ে বচসার জেরে রণক্ষেত্র কল্যাণীমদ কেনা নিয়ে বচসার জেরে রণক্ষেত্র কল্যাণী থানা এলাকা। থানা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হল কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্টার বিষ্ণুপদ বিশ্বাসকে। তবে আটক বাকি চার ছাত্রকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, গতকাল রাতে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্র স্থানীয় দুই মদ ব্যবসায়ীর কাছ থেকে মদ কিনতে যায়। কিন্তু বেশি রাত হওয়ায় মদ দিতে অস্বীকার করেন ব্যবসায়ীরা। এরপরই শুরু হয় বচসা।

ব্যবসায়ীরা দুই ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে কলেজের হস্টেল থেকে অন্যান্য ছাত্র ও রেজিস্টার বিষ্ণুপদ বিশ্বাস ঘটনাস্থলে যান। কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন তাঁরা।অভিযোগ জানানোর পরও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় থানা ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ। থানার বাইরে দাঁড় করানো গাড়িতে ভাঙচুর চালান ছাত্ররা।

First Published: Sunday, March 2, 2014, 15:32


comments powered by Disqus