Last Updated: January 26, 2014 09:56
বাঙালির শিল্পকলা ও বিজ্ঞান সাধনায় ফের উজ্জল উপস্থিতি এবারের পদ্মশ্রী সম্মানে। পদ্মশ্রী পেয়েছেন দুই কিংবদন্তি নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় এ সুপ্রিয়া দেবী। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, ভাবা পরমানু কেন্দ্রের প্রধান শেখর বসু। আছেন চিত্রকর সুনীল দাস, পরেশ মাইতি ও ভাস্কর বিমানবিহারী দাসও।
পদ্ম সম্মানের তালিকা
পদ্ম বিভূষণ
ডঃ রঘুনাথ এ মাশেলকর, বিজ্ঞানী
বি কে এস লিনঙ্গার, যোগ
পদ্ম ভূষণ
বেগম পরভিন সুলতনা, সঙ্গীত
কমল হাসান, শিল্পকলা
পুলেল্লা গোপিচাঁদ, ক্রীড়া
জে এস ভার্মা (মরণোত্তর), বিচারপতি
লিয়েন্ডার পেজ, ক্রীড়া
আনসুজ্জামান, সাহিত্য ও শিক্ষা
পদ্মশ্রী
সাবিত্রী চট্টাপাধ্যায়, শিল্পকলা
সুপ্রিয়া দেবী, শিল্পকলা
সুনীল দাস, চিত্রকলা
সুশান্ত কুমার দত্তগুপ্ত, শিক্ষা
জয়ন্ত কুমার ঘোষ, বিজ্ঞানী
ইন্দিরা চক্রবর্তী, স্বাস্থ্য
বিদ্যা বালন, শিল্পকলা
যুবরাজ সিং, ক্রীড়া
পরেশ রাওয়াল, শিল্পকলা
First Published: Sunday, January 26, 2014, 14:33