Live: Advani keen to become LS Speaker; Rajnath too may join Modi govt

LIVE: লোকসভা স্পিকার হচ্ছেন আদবানী, রাজনাথ থাকছেন মোদীর মন্ত্রিসভায়

বেলা ১টা: রবিবার দুপুরে বিজেপি বর্ষীয়ান নেতা আদবানীর বাড়িতে গেলেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠটায় ক্ষমতায় আসার দুদিন পর এই সাক্ষাৎ।

বেলা ১২টা ৪৫: বিজেপি মন্ত্রিসভা নিয়ে চুল চেড়া বৈঠকে নেতারা। কে পাবেন কোন মন্ত্রক। বৈঠকে সিদ্ধান্ত হবে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আসা প্রায় পাকা বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের। কিন্তু প্রশ্ন কে হবেন পরবর্তী সভাপতি? গুঞ্জন প্রাক্তন সভাপতি নিতিন গড়করি সেই দায়িত্ব পেতে চলেছেন।

সূত্রের খবর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন রাজনাথ। জানা গিয়েছে লোকসভার স্পিকার পদে বাসানো হতে পারে এল কে আদবানীকে।

১১টা ১৫: আজ সন্ধের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নির্বাচিত সাংসদদের নাম জমা দেবে নির্বাচন কমিশন।

সকাল ১১টা: গুজরাতে মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন আহমেদ প্যাটেল। ৭ রেস কোর্স রোডের বাসিন্দা হতে চলেছেন নরেন্দ্র মোদী।

১০টা ৩০: রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলেন পি এ সাংমা। তিনি বলেন "বিজেপির জয়ের পর রাজনাথ জীকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম।"



First Published: Sunday, May 18, 2014, 13:50


comments powered by Disqus