তদন্ত চলাকালীন গদি ছাড়তে রাজি শ্রীনি, শীর্ষ আদালতকে জানাল বিসিসিআই, রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপা

সুনীল গাভাসকরকে বোর্ড সভাপতি করার নির্দেশ সুপ্রিম কোর্টের, তদন্ত চলাকালীন শ্রীনি নির্বাসনে রাজি বিসিসিআই

সুনীল গাভাসকরকে বোর্ড সভাপতি করার নির্দেশ সুপ্রিম কোর্টের, তদন্ত চলাকালীন শ্রীনি নির্বাসনে রাজি বিসিসিআই১টা ২০: বোর্ডের সভাপতি পদ থেকে শ্রীনিবাসন সরে যেতে রাজি। সুপ্রিমকোর্টকে জানাল বিসিসিআই।

১টা ১৫: আসন্ন আইপিএল থেকে চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসকে নির্বাসিত করা হক। বিসিসিআই-কে জানাল সুপ্রিমকোর্ট।

১টা ১০: সুনীল গাভাসকরকে বিসিসিআই-এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট করা হক। বিসিসিআই কে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।

১টা: ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট মহেন্দ্র সিং ধোনি। এখানেই সমগ্র ঘটনায় তাঁর জড়িত থাকার সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে। বললেন আবেদনকারীর আইনজীবী হরিশ সালভে।

১২টা ২০: এই ধরণের অভিযোগের মুখে আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসকে অপসারিত করা হক। দাবি আবেদনকারীর আইনজীবী হরিশ সালভের।

১২টা ১৫: মেইয়াপ্পানকে নিয়ে ধোনি ভুল তথ্য দিয়েছেন। মন্তব্য হরিশ সালভের।

১১টা ৪০: আইপিএল স্পট ফিক্সিং তদন্তের সময় শ্রীনিবাসন সরে দাঁড়াবেন। সুপ্রিমকোর্টকে প্রতিশ্রুতি দিল বিসিসিআই।

১১টা ৩০: সূত্রে খবর, তদন্তে স্বচ্ছতার স্বার্থে এন শ্রীনিবাসনকে সরে যেতে বলা হল বিসিসিআই-এর পক্ষ থেকে।

১১টা ১৮: শীর্ষ আদালতকে বিসিসিআই জানাল তারা সমস্ত রকম তদন্তের জন্য প্রস্তুত।

১১টা ১৫: মুদগল কমিটির রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সুপ্রিমকোর্টকে প্রতিশ্রুতি বিসিসিআই-এর।

১১টা ৫: রায় জানাবার আগে ক্রিকেট স্বার্থ নিয়ে ভাবতে হবে। জানাল সুপ্রিমকোর্ট।

১১টা: মুদগল কমিটির রিপোর্টের ভিত্তিতে সুপ্রিমকোর্ট কোনও রকম শাস্তি মূলক পদক্ষেপ গ্রহণের আগে বিসিসিআই শীর্ষ আদালতকে নিজেদের প্রস্তাব দিল।

১০টা ৪৭: সূত্রে খবর, শিবল যাদব বিসিসিআই-এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হতে পারেন।

First Published: Thursday, March 27, 2014, 18:28


comments powered by Disqus