কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: বালুরঘাট

কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: বালুরঘাট

কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: বালুরঘাটএই কেন্দ্রে ভোটে লড়ছেন কারা-

অর্পিতা ঘোষ(তৃণমূল কংগ্রেস)
বিমল সরকার(আরএসপি)
ওমপ্রকাশ মিশ্র(কংগ্রেস)
বিশ্বপ্রিয় রায়চৌধুরী(বিজেপি)

দুপুর ৩.১৫- দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার--

বালুরঘাট-৭১.৮৮ শতাংশ

সকাল ১১.৩০টা- ইটাহারে ইভিএম-এ কারচুপির অভিযোগ। ১০০ নম্বর বাগবাড়ি বুথ বাগবাড়ি বুথে ইভিএম-এ যে কোনও বোতাম টিপলেই এক নম্বরে থাকা প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। ওই কেন্দ্রে ইভিএমে এক নম্বরে রয়েছে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের নাম। বোতাম টিপলেই তৃণমূলের হয়ে ভোট পড়ছে।

১১.২০টা- খুব ভালো ভোট হচ্ছে, বললেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।

সকাল ১১.১৫টা- বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার--

বালুরঘাট-৪০ শতাংশ

সকাল ১০.৩০টা-গঙ্গারামপুরের ১৭ নং বুথে কং এজেন্টকে মারধর। বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।

সকাল ১০.০০টা- বালুরঘাটে একাধিক বুথে বাম পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়ায় বাধা।

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার:

বালুরঘাট- ২০%

৯টা ৫৫: কংগ্রেস দুর্গ বলে কিছুই হয় না। সকাল সকাল ভোট দিয়ে এমনই দাবি করলেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খান। একই সঙ্গে একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখাই পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

৮টা ৩৫: সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখতে ব্যস্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। তাঁর মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন রায়।

৭টা ৩০: কং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বালুরঘাট কেন্দ্রের গঙ্গারামপুরে। অভিযোগ প্রার্থী ওমপ্রকাশ মিশ্রর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

৭টা ১০: প্রতি বুথে ২টি করে ইভিএম।

সকাল ৭টা: শুরু হল ভোটগ্রহণ।

রাজ্যে আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বালুরঘাট চার জেলার মোট ছটি আসনে ভোটগ্রহণ আজ। আরএসপি-র থেকে বালুরঘাট ছিনিয়ে নিতে তৃণমূল প্রার্থী করেছে নাট্যকর্মী অর্পিতা ঘোষকে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র।

First Published: Thursday, April 24, 2014, 16:05


comments powered by Disqus