Last Updated: October 16, 2011 15:17

ইপিএলের বড়ম্যাচে লিভারপুলের কাছে আটকে গেল গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে এক-এক গোলে অমীমাংসিতভাবে ম্যাচ শেষ করলেন রুনিরা।লিভারপুলের বিরুদ্ধে রুনি,হার্নান্ডেজকে তাঁর প্রথম একাদশে রাখেননি ম্যান ইউ কোচ ফার্গুসন।প্রথমার্ধে ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখায় লিভারপুল।যদিও কোন দলই গোল করতে পারেনি।খেলার আটষট্টি মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন স্টিভেন জেরার্ড।গোলের জন্য মরিয়া হয়ে ম্যান ইউ কোচ মাঠে নামান রুনি,হার্নান্ডেজ আর নানিকে।খেলার একাশি মিনিটে গোল করে ম্যান ইউকে সমতায় ফেরান মেক্সিকান তারকা হার্নান্ডেজ।
First Published: Sunday, October 16, 2011, 15:17