লিভারপুলকে বাঁচাল ক্যারলের গোল

লিভারপুলকে বাঁচাল ক্যারলের গোল

লিভারপুলকে বাঁচাল ক্যারলের গোলঅ্যান্ডি ক্যারলের শেষ মূহুর্তের গোল এফএ কাপের ফাইনালে পৌঁছে দিল লিভারপুলকে। শুরুতে পিছিয়ে পড়েও সেমিফাইনালে এভার্টনকে ২-১ গোলে হারিয়ে দেয় লিভারপুল। খেলার ২৪ মিনিটের মাথায় নিকিকা জেলাভিকের গোলে এগিয়ে যায় এভার্টন। বাষট্টি মিনিটে লুই সুয়ারেজের গোলে সমতা ফেরায় লিভারপুল।

সাতাশি মিনিটে জয়সূচক গোলটি করেন ক্যারল।

First Published: Sunday, April 15, 2012, 22:31


comments powered by Disqus