Last Updated: March 19, 2013 14:51

প্রত্যাশা মতই আবার কমল রেপো রেট। আজ রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়ে ৭.৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সুদের হার কমতে পারে। অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
তবে একই সঙ্গে কারেন্ট আক্যাউন্ট ডেফিসিট এবং খাদ্য পণ্যে অস্বাভাবিক মুদ্রাস্ফীতিকে মাথায় রেখে পরবর্তী সময় রেপো রেটে লাগাম পড়ানোরও ইঙ্গিত দিয়েছে আরবিআই।
কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, "বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে এনে বৃদ্ধিত হার বাড়ানোই এখন আমাদের সামনে চ্যালেঞ্জ। সুদের হার কমানো প্রয়োজন হলেও পর্যাপ্ত নয়।"
প্রায় ৯ মাস বাদে জানুয়ারিতেই রেপো রেট কমায় রিজার্ভ ব্যাঙ্ক। বৃদ্ধির হার দশকের মধ্যে নিম্নতম সীমা ছুঁয়ে ফেলায় এবং বিগত ৩৫ মাসের মদ্যে মুদ্রাস্ফীতির হার খানিকটা কমায় আরও একবার রেপো রেট কমতে পারে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, ইউপিএ থেকে জোট সঙ্গী ডিএমকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পড়েই ধস নামে শেয়ার বাজারে। বিএসসি সেনসেক্স এক ধাক্কায় ৩০০ পয়েন্ট পড়ে।
First Published: Tuesday, March 19, 2013, 14:51