Last Updated: January 13, 2013 15:25

অবশেষে প্রথম ব্রিগেডিয়র স্তরে ফ্ল্যাগমিটে সম্মত হল পাকিস্তান। সীমান্ত ঘিরে গত কয়েকদিনের বেড়ে চলা উত্তেজনার পর গতকাল ভারতীয় বায়ুসেনার প্রধান এনএকে ব্রাউন জানিয়েছিলেন, পাকিস্তানের তরফে অস্ত্রবিরতির চুক্তিভঙ্গ লাগাতার চলতে থাকলে ভারত কড়া পদক্ষেপ নেবে। এরপর আজ পাকিস্তানের তরফে জানানো হয়েছে তারা সোমবার ফ্ল্যাগ মিটের জন্য প্রস্তুত। আগামিকাল একটায় পুঞ্চে আলোচনায় বসবেন ভারত-পাকিস্তানের কমান্ডাররা।
ভারতের পক্ষ থেকে আগেও কয়েকবার ফ্ল্যাগমিটের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু পাকিস্তানের তরফে এই বিষয়ে সদর্থক কোন প্রত্যুত্তর পাওয়া যায়নি। প্রসঙ্গত ভারতের তরফে কড়া হুঁশিয়ারির পরেই আলোচনায় রাজি হয় পাকিস্তান। গত শনিবার পর্যন্ত এলওসি-র উভয় দিকেই তীব্র গুলিগোলা চলেছে।
দু`দিন আগে ভারত-পাক সীমান্তে মেন্ধর সেক্টরে ঢুকে পড়ে দুই ভারতীয় জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে পাক সেনা। ফলে লঙ্ঘিত হয় ২০০৩ -এর অস্ত্রবিরতির চুক্তি। এই ঘটনার পর এশিয়া মহাদেশের দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ নতুন করে বাড়তে শুরু করে।
First Published: Sunday, January 13, 2013, 15:25