Last Updated: December 17, 2013 15:59

ভোটাভুটিতে রাজ্যসভায় পাস হল লোকপাল বিল। কাল বিল পেশ লোকসভায়। লোকসভায় বিল পাসের পর অনশন ছাড়ব বললেন আন্না হাজারে।
সমাজবাদী পার্টি বিলটি আটকাতে চাইলেও সরকার চাইছে চলতি অধিবেশনে দুর্নীতিতে অঙ্কুশ লাগানোর বিলটি পাস করিয়ে নিতে। অন্যদিকে, শক্তিশালী জনলোকপালের দাবিতে আন্নার অনশন আজ ৮ দিনে পড়েছে। তিনিও সংসদের আলোচনার ওপর নজর রেখেছিলেন সংসদ অধিবেশনে।
সমাজবাদী পার্টি এই বিলের বিরোধী। মঙ্গলবার রাজ্যসভায় বিল নিয়ে আলোচনা শুরু হতেই সপা সাংসদদের হই হট্টগোলে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। তারপর, অধিবেশন ফের শুরু হলে সপা সাংসদরা ওয়াকআউট করেন।
আজকের মধ্যে রাজ্যসভায় বিল পাস করিয়ে নিতে চায় কংগ্রেস ও বিজেপি। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্র চার দিন বাকি। তারমধ্যেই বিলটি উভয় কক্ষেই পাস করিয়ে নিতে চাইছে প্রধান দুই রাজনৈতিক দল। সংসদে লোকপাল বিল পাস হলে আন্না হাজারেও তাঁর অনশন ভাঙবেন।
First Published: Tuesday, December 17, 2013, 21:27