Last Updated: December 18, 2013 10:21

রাজ্যসভায় পাস হল লোকপাল বিল। আজ বিল পেশ হবে লোকসভায়। সমাজবাদী পার্টি ছাড়া সব দল বিলটিকে সমর্থন জানিয়েছে। লোকসভায় বিল পাস হলে অনশন তুলে নেবেন বলে জানিয়েছেন আন্না হাজারে।
বিলকে সমর্থন করলেও কর্পোরেট জগতকে এর আওতায় আনার দাবি জানালেও তা খারিজ হয়ে যায়। গতকাল বেলা বারোটা থেকে রাজ্যসভায় লোকপাল বিল নিয়ে আলোচনা শুরু হয়।
শুরুতেই সমাজবাদি পার্টির হৈহট্টগোলের জেরে বেলা বারোটা পর্যন্ত সংসদ মুলতুবি হয়ে যায়। চার ঘণ্টা ধরে আলোচনার পর রাজ্যসভায় ধবনি ভোটে পাস হয় লোকপাল ও লোকায়ুক্ত বিল ২০১১।
লোকপাল আইনের বিজ্ঞপ্তি জারির একবছরের মধ্যে প্রতিটি রাজ্যে লোকায়ুক্ত গঠন করতে হবে।
First Published: Wednesday, December 18, 2013, 12:10