লোকসভা ভোট ২০১৪: এবারের ভোটে নতুন কী কী

লোকসভা ভোট ২০১৪: এবারের ভোটে নতুন কী কী

লোকসভা ভোট ২০১৪: এবারের ভোটে নতুন কী কীলোকসভা ভোট ২০১৪। আর বাকি মাত্র এক মাস। তারপরই জানা যাবে দেশের রায়। এবারের নির্বাচনে বেশ কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে নির্বাচন কমিশন।

এবারে লোকসভা ভোটে নতুন কী কী-

১. NOTA- নন অফ দ্য আভব বা এনওটিএ বোতাম থাকবে এবারের ইভিএম-এ। কোনও রাজনৈতিক দলের পক্ষেই ভোট না দিতে হলে এই বোতাম টিপতে পারবেন নাগরিকরা।

২. পেপার ট্রেল সিস্টেম- ইভিএম-এ থাকবে পেপার ট্রেল সিস্টেম। ভোট দেওয়ার পর মেশিন থেকে বেরিয়ে আসবে কাগজের রিসিট। এই রিসিট দেখেই নিজের ভোট সম্পর্কে নিশ্চিত হতে পারবেন নাগরিকরা।

৩. নির্বাচনি ইস্তেহারে নজর- প্রতিটি রাজনৈতিক দলকে তাদের নির্বাচনি ইস্তেহারে প্রতিশ্রতি ও খরচ সম্পর্কে বিবরণ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

৪. নির্বাচনের খরচ- প্রতিটি বড় রাজ্যের প্রার্থীরা নির্বাচনি প্রচারের জন্য ৭০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন এবারের নির্বাচনে। ২০০৯ সালের ভোটে এই খরচের পরিমান বেঁধে দেওয়া হয়েছিল ২৫ লক্ষ টাকায়। ২০১১ সালে তা ছিল ৪০ লক্ষ টাকা।

First Published: Thursday, March 6, 2014, 10:08


comments powered by Disqus