loksabha election hooghly

লোকসভা নির্বাচন ২০১৪- কেন্দ্র হুগলি

লোকসভা নির্বাচন ২০১৪- কেন্দ্র হুগলিহুগলি কেন্দ্রে রয়েছে সিঙ্গুর। তৃণমূলের মানচিত্রে সিঙ্গুর খুব গুরুত্বপূর্ণ। সিঙ্গুরের হাত ধরে তৃণমূলের সরকারে আসা। কিন্তু একের পর এক টাটা নিয়ে সুপ্রিম কোর্টের ধাক্কায় ব্যর্থ তৃণমূলের জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। স্বপ্নভঙ্গ সিঙ্গুর। কতটা সুযোগ পাবে বিরোধীরা?
চতুর্মুখী লড়াই হলেও ২০০৯ তৃণমূলের দখলে হুগলিতে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনও গুগলি দেননি অর্থাত্ আগেরবার বিজয়ী প্রার্থী ডাঃ রত্না দে (নাগ) এবারের তৃণমূল প্রার্থী।

## এক নজরে দেখে নেওয়া যাক এবারের প্রার্থী--
** তৃণমূল কংগ্রেস- ডাঃ রত্না দে (নাগ)
** সিপিআইএম- প্রদীপ সাহা
** কংগ্রেস- প্রীতম ঘোষ
** বিজেপি- চন্দন মিত্র

## ২০০৯ কে কোথায় ছিলেন
** তৃণমূল কংগ্রেস- ডাঃ রত্না দে (নাগ)--- ৫,৭৪,০০২
** সিপিআইএম- রূপচাঁদ পাল-- ৪,৯২,৪৯৯
** বিজেপি- চুনিলাল চক্রবর্তী- ৩৯, ৭৮৪

First Published: Monday, April 7, 2014, 14:53


comments powered by Disqus