Last Updated: November 17, 2011 19:59

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার দায়ে অভিযুক্ত হলেন লিভারপুলের স্ট্রাইকার লুই সুয়ারেজ। ম্যান ইউয়ের ফ্রান্সের ডিফেন্ডার প্যাট্রিক এভরা সুয়ারেজের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখে ফুটবল অ্যাসোয়িয়েশন। পুরো বিষয়টি জানানো হয়েছে লিভারপুলকে। ইপিএলের ক্লাবটি সবদিক বিবেচনা করে দেখেই পরবর্তী মন্তব্য করবে। তবে লিভারপুলের সমর্থন থাকছে সুয়ারেজের পাশেই।
First Published: Thursday, November 17, 2011, 20:07