Last Updated: October 14, 2011 21:25

দুই বন্ধুর পরিশ্রমের ফসল। দিয়া-জায়েদ। তাঁদের প্রোডাকশন হাউজের প্রথম ছবি `লাভ ব্রেক আপস জিন্দেগি`। ছবিতেও রয়েছেন এই দুই বন্ধু। ৭ অক্টোবর ছবি রিলিজের পর বক্স অফিসের সাড়ায় খুশি ছবির সব কলাকুশলী। সকলে মিলে করলেন জমিয়ে পার্টি।
First Published: Friday, October 21, 2011, 19:42