ই-টিকিট কেলেঙ্কারিতে রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন সাংসদদের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

ই-টিকিট কেলেঙ্কারিতে রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন সাংসদদের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

Tag:  LTC Rajya Sabha MP CBI FIR
ই-টিকিট কেলেঙ্কারিতে রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন সাংসদদের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের লিভ টিকিট কনসেশন দুর্নীতিতে রাজ্যসভার ৩ জন সাংসদ ও ৩ জন প্রাক্তন সাংসদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। এঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ডি বন্দ্যোপাধ্যায়, বহুজন সমাজবাদী পার্টির ব্রিজেশ পাঠক, এমপিএফের লালমিং লিয়ানা। প্রাক্তন সাংসদদের মধ্যে রয়েছেন বিজেপির জেপিএন সিং, বিজেডির রেনু বালা ও আরএলডির মেহমুদ আরশাদ মদানি।

এ দিন তাঁদের বাড়িতেও হানা দেয় সিবিআই। ভারতীয় দণ্ডবিধির দুর্নীতি দমনকারী ধারায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, নিজেদের ই-টিকিট, বোর্ডিং পাসের জন্য অনলাইন সংস্থাকে ব্যবহার করেন ও পরে টিকিট বাতিল করে বেআইনিভাবে রিফান্ডের টাকা আত্মসাত্‍ করেন। পরে সেইসব পুরনো টিকিট রাজ্যসভায় পেশ করে টাকাও দাবি করেন তাঁরা।

First Published: Friday, June 13, 2014, 12:22


comments powered by Disqus