এবার আপনি খেতে পারবেন সসের শেষ কণাটুকুও

এবার আপনি খেতে পারবেন সসের শেষ কণাটুকুও

এবার আপনি খেতে পারবেন সসের শেষ কণাটুকুও কখনও শ্যাম্পুর বোতলের শেষ ফোঁটাটা ব্যবহার করেছেন? সসের পাউচের শেষ কনাটুকু খেয়েছেন? যাতে আপনি শেষ কনাটা পর্যন্ত উপভোগ করতে পারেন তার জন্য এমআইটি-র গবেষকরা নিয়ে এলেন নতুন লুব্রিক্যান্ট যার দ্বারা শ্যাম্পুর বোতল না উল্টেও শেষ কণাটুকু পর্যন্ত ব্যবহার করতে পারবেন ক্রেতারা।

কেচাপের পাউচ থেকে কেচাপ বের করতে প্রথম এই লুব্রিক্যান্ট নিয়ে আসেন গবেষকরা। গবেষক দেভ স্মিথ এখন লিকুইগ্লাইড কোম্পানি তৈরি করেছেন যার দ্বারা যে কোনও তরল পদার্থ বোতল বা পাউচ থেকে শেষ ফোঁটা পর্যন্ত বের করে আনা যাবে। স্পঞ্জের মতো দেখতে এই লুব্রিক্যান্ট সম্পূর্ণ গন্ধহীন ও স্বাদহীন বলে জানিয়েছেন লিকইগ্লাইড সিইও কার্সটেন বোয়েরস।

এফডিএ দ্বারা স্বীকৃত উপকরণ দিয়েই লুব্রিক্যান্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

First Published: Monday, January 13, 2014, 23:54


comments powered by Disqus