কমিশনের সামনে গরহাজির, শোকজ মদনকে

কমিশনের সামনে গরহাজির, শোকজ মদনকে

কমিশনের সামনে গরহাজির, শোকজ মদনকেএকুশে জুলাই কমিশনের সামনে সময়ে হাজির হতে না পেরে ক্ষমা চেয়ে নিলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। আজ কমিশনে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মদন মিত্রের। কিন্তু, কমিশনের চিঠি না পাওয়ায় তা জানতেন না তিনি। পরে জানতে পেরে কমিশনে সাক্ষ্য দিতে তিনি যখন পৌঁছন তখন বেশ খানিক্ষণ দেরি হয়ে গেছে।

অন্যদিকে, মদন মিত্রকে অনুপস্থিত দেখে তাঁকে শোকজ করার সিদ্ধান্ত নেয় কমিশন। কিন্তু, মদন মিত্র ক্ষমা চেয়ে নেওয়ায়, তাঁকে শোকজ করার সিদ্ধান্ত ফিরিয়ে নিয়েছে কমিশন। সাক্ষ্যদানের পরবর্তী দিন স্থির হয়েছে ৪ ফেব্রুয়ারি।





First Published: Monday, January 7, 2013, 23:19


comments powered by Disqus