Last Updated: April 17, 2013 09:37

তৃণমূল নেতা মদন মিত্র তৃণমূল প্রভাবিত ইউনিয়নের হয়েই প্রচার করার কথা। কিন্তু বাধ সেধেছে কংগ্রেসের ট্রেড ইউনিয়ন আই এই টি ইউ সি। তাদের সাফ কথা, মেট্রো রেলে কংগ্রেস ট্রেড ইউনিয়নের সভাপতি হয়ে এখনও বহাল মদন মিত্র। অথচ ইউনিয়নের ভোটের মুখে প্রচার করছেন তৃণমূল কর্মচারী সংগঠনের হয়ে। আর তা নিয়েই বিতর্ক চরমে উঠেছে মেট্রো রেলে। আইএনটিইউসি-র বিরুদ্ধে মেট্রো কর্তৃপক্ষের কাছে পাল্টা নালিশ জানিয়েছেন মদন মিত্রও।
First Published: Wednesday, April 17, 2013, 09:44