Last Updated: January 14, 2013 16:10

ভাঙড় বিতর্কে দাঁড়ি পড়ছে না। এবার তাতে যুক্ত হল মদন মিত্রের নাম। ভাঙড়ে তৃণমূলের হামলায় আহত প্রবীণ বাম বিধায়ক রেজ্জাক মোল্লা বাইপাসের যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই হাসপাতাল কর্তৃপক্ষকে বিচিত্র একটি চিঠি পাঠালেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। চাইলেন হিসেব।
চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে বাম জমানা থেকে শুরু করে এপর্যন্ত কতজন সিপিআইএম নেতার বিনা খরচে চিকিৎসা করা হয়েছে ওই হাসপাতালে, তার বিস্তারিত তথ্য জানাতে হবে। সেই তথ্য তিনি বিধানসভায় পেশ করবেন বলে চিঠিতে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।
First Published: Monday, January 14, 2013, 16:10