ফের মাওবাদীদের বিরুদ্ধে প্রশাসনিক হুমকি মদনের

ফের মাওবাদীদের বিরুদ্ধে প্রশাসনিক হুমকি মদনের

ফের মাওবাদীদের বিরুদ্ধে প্রশাসনিক হুমকি মদনের ফের বেলঘরিয়া এবং আগরপাড়ায় মাওবাদীদের অস্তিত্বের দাবি তুললেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। আজ বেলঘরিয়ায় এক ইফতার পার্টিতে যোগ দিয়ে তাঁর অভিযোগ, বেলঘরিয়ার সতেরো নম্বর ওয়ার্ডে মাওবাদীদের একটি আখরা আছে। এর বিরুদ্ধে প্রাশাসনিক ব্যবস্থা নেওয়া হলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

এই ইস্যুতে মানবাধিকার কমিশনের ভূমিকাকেও কটাক্ষ করেছেন পরিবহণ মন্ত্রী। তাঁর অভিযোগ, সব বিষয়ে যদি কমিশন হস্তক্ষেপ করে তবে প্রশাসন কী করবে। এদিন পরিবহণমন্ত্রী ছাড়াও অ্যাডামাস স্কুলের হলে আয়োজিত এই ইফতার পার্টিতে অংশ নেন  তৃণমূল সাংসদ সৌগত রায় এবং বিধায়ক অর্জুন সিংও। শাসকদলের নেতমন্ত্রীরা ছাড়াও এই  ইফতার পার্টিতে অংশ নেন প্রায় দশ হাজার সাধারণ মানুষও।

First Published: Sunday, July 28, 2013, 23:06


comments powered by Disqus