মধুর সম্পর্ক

মধুর সম্পর্ক

মধুর সম্পর্কমধুর ভান্ডারকারের সাথে মধুর সম্পর্কই বটে! না হলে কি ন্যাশনাল আ্যাওয়ার্ড বিজয়ী নির্দেশক মধুর ভানডারকরকে নিজের খুশি মতো চিত্রনাট্য বদলানোর প্রস্তাব দিতে পারে কেউ? কিন্তু এমনটাই করে দেখালেন অর্জুন রামপাল। ডিরেক্টরের সঙ্গে ক্রিয়েটিভ ডিফারন্সের জেরে ছবি থেকে সরে দাঁড়াতে হয়েছে বহু অভিনেতাকে। তাই কিছুটা গর্বের সাথেই অর্জুন জানালেন যে ছবির উত্‍‍‍কৃষ্টতার জন্য তাঁর দেওয়া প্রস্তাব মধুর গ্রহণ করেছেন এবং সেই ভাবেই তাঁর নতুন ছবি হিরোইনের চিত্রনাট্যে পরিবর্তনও করেছেন। হিরোইনে নিজের চরিত্র নিয়ে বেশ খুশিও তিনি। নায়িকা নির্ভর এই ছবিতে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন কেরে নিতে তিনি যথেষ্ট কনফিডেন্ট।

First Published: Saturday, November 26, 2011, 17:14


comments powered by Disqus