Last Updated: May 10, 2013 16:02

দেবদাস বললেই এখনও দর্শকদের চোখে ভেসে ওঠে চন্দ্রমুখীর মুজরো। সবুজ লেহঙ্গা চোলিতে মাধুরীর মুজরো মার ডালা ঝড় তুলেছিল বহু হৃদয়ে। সেই মুজরো নিয়েই মাধুরী আবার ফিরছেন ঢেড় ইশকিয়ায়। পরিচালক অভিষেক চৌবের ছবিতে আপনে করার মে গানের সঙ্গে মুজরো করতে দেখা যাবে তাঁকে। গানটির কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ।
এই ছবিতে নাসিরুদ্দিন শাহর বিপরীতে লখনউয়ের বেগম পারার ভূমিকায় অভিনয় করছেন মাধুরী। জানালেন, আমার চরিত্রের দুটো দিক রয়েছে এই ছবিতে। আমার চরিত্রকে বাইরে থেকে দেখলে খুব হাসি খুশি মনে হলেও ভিতরে অনেক অপূর্ণতা রয়েছে। আর ১১ দিনের শুটিং বাকি রয়েছে। তার মধ্যে ৪ দিনের শুটিং হবে করজটে।
নাসিরুদ্দিন শাহ, আরশাদ ওয়ারসি, বিদ্যা বালন অভিনীত হিট ছবি ইশকিয়ার সিকোয়েল ঢেড় ইশকিয়া।
First Published: Friday, May 10, 2013, 16:02