Last Updated: June 26, 2013 20:48

যেন নব্বইয়ের দশক ফিরে এসেছে। আবার মাধুরী ম্যাজিকে মেতেছে বলিউড। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির পর এবার মাধুরীর নাচের ছন্দে মাততে চলেছে `রামলীলা`র সেট। এরমধ্যেই ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কথাও হয়ে গেছে মাধুরীর।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে মাধরীর সঙ্গে নাচার সুযোগ পেয়েছিলেন রনবীর কপূর। এবার শিকে ছিঁড়তে চলেছে রনবীর সিংয়ের কপালে। ছবিতে রয়েছেন দীপিকা পাডুকোন। উইলিয়াম শেক্সপিয়রের নাটক রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে তৈরি রামলীলা। চিরাচরিত প্রেম আর হিংসার গল্পই নতুন মোড়কে শোনাবেন বনশালি।
First Published: Wednesday, June 26, 2013, 20:48