Last Updated: March 19, 2014 21:52

ধর্ষণের ঘটনা প্রকাশ করেছিলেন গ্রামবাসীদের কাছে। তাই শাস্তিস্বরূপ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটতে বাধ্য করা হল মধ্যপ্রদেশের ২২ বছরের গৃহবধূকে। মধ্যপ্রদেশের ঐতিহাসিক সাঁচি শহরের কাছে কাছিকনখেরা গ্রামে ঘটনাটি ঘটেছে।
দুদিন আগে প্রাতকৃত্য সারার সময় ওই গৃহবধূকে ধর্ষণ করে চল্লিশ বছরের সৌদন সিং। হুমকি দিয়েছিল ঘটনা চেপে রাখতে। কিন্তু গ্রামবাসীদের ঘটনা জানিয়ে প্রতিবাদ করেছিলেন মহিলা। তাই শাস্তিস্বরূপ জোর করে তাঁর ঘরে ঢুকে মহিলাকে বিবস্ত্র করে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসে সৌদান। গ্রামবাসীরা কাপড় দিয়ে মহিলাকে ঢেকে দিলেও আবার কাপড় সরিয়ে দেয় সৌদান।
পরে মহিলার স্বামী ঘটনাস্থলে এসে তাঁকে ঘরের ভিতরে নিয়ে যান। এরপরই পুলিসের কাছে অভিযোগ জানান ধর্ষিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সৌদানকে গ্রেফতার করে পুলিস। বুধবার তাকে আদালতে পেশ করা হলে তাকে আইনি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনাটি সাংবাদিকদের জানিয়েছেন সাঁচি থানার ইনচার্জ পূর্নেন্দু সিং।
First Published: Wednesday, March 19, 2014, 21:52