madhyamgram gangrape case is not just state issue

`মধ্যগ্রাম কাণ্ড গোটা দেশের বিষয়`

`মধ্যগ্রাম কাণ্ড গোটা দেশের বিষয়` মধ্যমগ্রাম কাণ্ডে মুখ্যমন্ত্রী ন্যায় বিচার করেননি। এই ঘটনায় তিনি সংবেদনশীল নন। মধ্যমগ্রাম কাণ্ডে মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করতে এসে এই অভিযোগ করলেন বিহার বিজেপির মহিলা শাখার প্রতিনিধিরা। আজ সকাল এগারোটা নাগাদ বিহারের প্রাক্তন মন্ত্রী রেণু দেবী, বিহার বিধান পরিষদের সদস্য কিরণ ঘাই ও বিজেপি অল ইন্ডিয়া এগজিকিউটিভ কাউন্সিলের দুই সদস্য আসেন হাওড়া স্টেশনে। ওই মহিলাকে একাধিকবার ধর্ষণ ও তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন তাঁরা। তাঁদের বক্তব্য, এধরনের ঘটনা শুধু বিহার বা বাংলার বিষয় নয়। এটা সারা দেশের পক্ষেই লজ্জার। এরপরই দুপুর দুটো নাগাদ নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা।

এ দিন মধ্যমগ্রামের ঘটনার প্রতিবাদে খড়গপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। খড়গপুর গ্রামীণ থানার সামনে কলকাতা-দীঘা রোড অবরোধ করে বিজেপি। অবরোধে আটকে পড়েন খড়গপুরের এসডিও। পরে অবশ্য অবরোধ তুলে নেওয়া হয়।

মধ্যমগ্রামকাণ্ড এবং রাজ্যজুড়ে নারী নিগ্রহের প্রতিবাদে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিনিধিরা। আজ একথা জানান গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী মিনতি ঘোষ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন তিনি।

First Published: Saturday, January 4, 2014, 15:33


comments powered by Disqus