Last Updated: February 26, 2014 20:44
মধ্যমগ্রামে কিছুতেই থামছে না দুষ্কৃতীরাজ। আবার এক মহিলার শ্লীলতাহানি করল দুষ্কৃতীরা। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় মহিলা নিগ্রহের শিকার হন। বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী মহিলার গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ছিঁড়ে যায় তাঁর পোশাক। মধ্যমগ্রাম থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা।
First Published: Wednesday, February 26, 2014, 20:44