Madhyamgram nitish kumar

নীতীশ কুমারের সঙ্গে দেখা করতে বিহার রওনা মধ্যমগ্রামের নির্যাতিতা পরিবারের

নীতীশ কুমারের সঙ্গে দেখা করতে বিহার রওনা মধ্যমগ্রামের নির্যাতিতা পরিবারেরমধ্যমগ্রাম কাণ্ড নিয়ে অস্বস্তী বাড়ছে রাজ্যের। আজ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করতে বিহার রওনা নির্যাতিতার পরিবারের। নির্যাতিতার মৃত্যুর পরই পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বিহার সরকার।

কলকাতায় তাঁদের সঙ্গে দেখা করতে আসেন বিহারের বিধায়কদের এক প্রতিনিধি দল। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে যান বিহার পুলিসের এক উচ্চপদস্থ কর্তাও। এবার খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেন। সেই মত আজ সকালেই বিহার রওনা দিলেন নির্যাতিতার পরিবার।

পুলিস, প্রশাসন ও সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে গিয়ে ইতিমধ্যেই নালিশ জানিয়ে এসেছেন নির্যাতিতার বাবা-মা। গিয়েছেন জাতীয় মহিলা কমিশনেও। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিচারের আশায়। মধ্যমগ্রামকাণ্ডে সিবিআই তদন্ত নয় কেন, রাজ্যের কাছে তার জবাব চেয়েছে হাইকোর্টও। তারপরেও কার্যত নিরুত্তাপ সরকার। বিহার থেকে পেটের তাগিদে বছর ছাব্বিশ আগে কলকাতায় চলে এসেছিলেন নির্যাতিতার বাবা। তারপর এ রাজ্যেরই বাসিন্দা হয়ে গিয়েছেন এই ট্যাক্সি চালক। কিন্তু এই রাজ্য তাঁকে আশ্বস্ত করতে পারল না। তাই মেয়ের বিচারের আশায় আবার তাঁকে বিহারি পরিচয়েই ছুটতে হচ্ছে পাশের রাজ্যে।

First Published: Sunday, January 12, 2014, 12:38


comments powered by Disqus