Madhyamgram rape case SIT report

মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার বয়ান ছাড়াই রিপোর্ট দিল সিট

নির্যাতিতার মৃত্যুকালীন বয়ান ছাড়াই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল বা সিট। আদালতে সিট জানিয়েছে মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতা আত্মহত্যাই করেছিল। আত্মহত্যার আগে তাঁকে নির্যাতন করে দুই অভিযুক্ত। দুই অভিযুক্তের বিরুদ্ধে তিনশ পাঁচ ধারা অর্থাত্‍ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এনেছে সিট।

নিম্ন আদালতে আজ চার্জশিট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। আবেদনকারীর আইনজীবী এই রিপোর্ট দেখতে পাবেন কী না আগামী বুধবার তা জানাবে আদালত।

First Published: Wednesday, March 12, 2014, 20:47


comments powered by Disqus