Last Updated: February 27, 2013 21:21

গণটোকাটুকির ঘটনা ঘটেই চলেছে মাধ্যমিক পরীক্ষায়। বাংলার পর এবার ইংরেজি। ফের মাধ্যমিক পরীক্ষায় উত্তর দিনাজপুরে গণটোকাটুকি হল। ইংরেজি পরীক্ষায় গোয়ালপুকুর ১ ও ২ নম্বর ব্লকের একাধিক স্কুলে গণটোকাটুকির ছবি ধরা পড়ে ২৪ ঘণ্টার ক্যামেরায়।
একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে। এছাড়াও মালদার আরও বেশ কয়েকটি স্কুলেও গণটোকাটুকির অভিযোগ উঠেছে। সবক্ষেত্রেই অভিযোগ উঠেছে পুলিসি নিস্ক্রিয়তা ও প্রশাসনিক উদাসীনতার।
দেখুন ভিডিও: মাধ্যমিকে ব্যাপক গণটোকাটুকি
First Published: Wednesday, February 27, 2013, 21:38