Last Updated: February 23, 2014 16:48
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংক্রান্ত জটিলতা পুরোপুরি কাটল না। আগামিকাল থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এখনও ফর্ম পূরণ করতে পারেনি ৩৬ জন ছাত্রছাত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সকালে থেকেই পর্ষদ অফিসে ফর্ম ভরতে আসে ৪১০ জন পরীক্ষার্থী।
অধিকাংশ ছাত্রছাত্রী ফর্ম পূরণ করতে পারলেও সমস্যা রয়ে গেল বেশকয়েকজনের। অভিযোগ অনেক স্কুলের প্রিন্সিপাল এসে না পৌছনয় ওই ছাত্রছাত্রীরা ফর্ম পূরণ করতে পারল না। তবে স্কুলের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নিচ্ছেনা সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন , নির্দিষ্ট অভিযোগ পেলে তার পরেই ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মুখ্যমন্ত্রী নির্দেশ দেন পরীক্ষায় বসতে পারবেন ৪১০ জন পরীক্ষার্থীই। পরীক্ষা দিতে পারবেন কাঁকিনাড়া আদর্শ বিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবার দিনভর বিশৃঙ্খলার পর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্ষদ জানায় পরীক্ষা হবে বিধাননগর পুর স্কুলে।
First Published: Sunday, February 23, 2014, 17:48