madhyamik exam

পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চিত হাজার মাধ্যমিক ছাত্রছাত্রী, রাজ্য জুড়ে বিশৃঙ্খলা

অ্যাডমিট কার্ড না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কাশীপুর রোডে। পরীক্ষার মুখে পথে নামলেন সনাতন ধর্মীয় বিদ্যাপীঠের ৩০ জন ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবক। কাশীপুর রোড অবরোধ করেন তাঁরা। অবরোধ ওঠাতে গিয়ে পুলিসের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পুলিস। গতকালও অ্যাডমিট কার্ড না পেয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছিলেন পরীক্ষার্থীরা। কখনও মধ্যশিক্ষা পর্ষদ তো কখনও স্কুল কর্তৃপক্ষ। সময়মতো অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য কাঠগড়ায় উঠে আসছে দুপক্ষেরই নাম।

মাধ্যমিকে অ্যাডমিট বিভ্রাটের জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর দাবি, যে সব স্কুল সময়মতো পর্ষদে রেজিস্ট্রেশন নম্বর পাঠায়নি, সেই সব স্কুলের পরীক্ষার্থীরাই অ্যাডমিট কার্ড পায়নি। শিক্ষামন্ত্রীর আশ্বাস, যারা ঠিকমতো ফর্ম ভরেছেন, তাদের অ্যাডমিট কার্ড সময়মতো পৌছে যাবে।

First Published: Saturday, February 22, 2014, 13:17


comments powered by Disqus