Last Updated: March 14, 2013 21:47

চায়ের দোকান থেকে উদ্ধার হল এবছরের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র। গতরাতে উত্তরপত্রগুলি উদ্ধার হয় উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায়।
রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন কিশোরকে একটি প্যাকেট নিয়ে নাড়াচাড়া করতে দেখেন শিক্ষক ইলিয়াস উমাইউল্লা। ওই প্যাকেটের মধ্যে মেলে এবছরের মাধ্যমিকের অংক পরীক্ষার উত্তরপত্র।
এরপর তিনি যোগাযোগ করেন বাদুড়িয়ার এএমএস হাইস্কুলের প্রধানশিক্ষক দীপক রায়ের সঙ্গে। তাঁরা দুজনে বাদুড়িয়া থানায় উত্তরপত্রগুলি জমা দেন। খবর পেয়ে আজ সকালে থানায় যোগাযোগ করেন হিঙ্গলগঞ্জের শিক্ষক রেজাউল ইসলাম। তাঁর দাবি, প্রধান শিক্ষকের কাছ থেকে উত্তরপত্রগুলি নিয়ে বাড়ি ফেরার পথে সেগুলি পড়ে যায়। তবে উত্তরপত্রগুলি তাঁকে দেয়নি পুলিস। ঘটনার তদন্তে থানায় যান পর্ষদের আধিকারিকেরা।
First Published: Thursday, March 14, 2013, 21:47