Last Updated: May 22, 2014 20:52

মাধ্যমিকে এবারও কলকাতাকে টেক্কা দিল জেলা। ছশো বিরাশি পেয়ে প্রথম কামারপুকুর আর কে মিশনের অর্ণব মল্লিক। ছশো একাশি পেয়ে দ্বিতীয় কাটোয়া কাশীরাম ইনস্টিটিউশনের অনিরুদ্ধ সরকার। ছশো আশি পেয়ে যুগ্মভাবে তৃতীয় প্রীতম দাস এবং বীথি মণ্ডল। বসিরহাটের বিথী মণ্ডলই এবারে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম।ফের জেলার জয়জয়কার মাধ্যমিকে। বৃহস্পতিবার ফল বেরোনোর পরই দেখা গেল প্রথম তিনটি স্থানেই রয়েছেন বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীরা।
মেধা তালিকার শীর্ষে কামারপুর রাম কৃষ্ণমিশনের ছাত্র অর্ণব মল্লিক। প্রাপ্ত নম্বর ছশো বিরাশি।
ছশো একাশি নম্বর পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে কাটোয়া কাশীরাম ইনস্টিটিউশনের অনিরুদ্ধ সরকার।
যুগ্মভাবে তৃতীয় স্থানে ইসলামপুর হাইস্কুলের প্রীতম দাস এবং বসিরহাট হরিমোহন দালাল হাইস্কুলের ছাত্রী বীথি মণ্ডল। বীথিই এবার রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম।
মেধা তালিকায় কলকাতার প্রথম দেখা মিলেছে ষষ্ঠ স্থানে। মোট নজন ছাত্র ছাত্রীর সঙ্গে সম্ভাব্য ষষ্ঠ স্থানে নাম রয়েছে নব নালন্দা হাইস্কুলের অর্ঘ্য মাইতির।
নবম স্থানে রয়েছে কলকাতার আরও দুই ছাত্র স্বাগতম হালদার এবং স্কটিশ চার্চের মৌসম দত্ত। দশম স্থানে জায়গা পেয়েছে নব নালন্দা হাইস্কুলের আরও এক ছাত্র অরিত্র পাল। সব মিলে এবারে দশম স্থান পর্যন্ত মোট চুয়ান্ন জনের মধ্যে কলকাতার ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র চার।
First Published: Thursday, May 22, 2014, 20:52