Last Updated: May 5, 2014 13:30

চার মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলা নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সুরিন্দর সিং নিঝঝর ও বিচারপতি এসকে সিক্রির ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের রায় দিতে গিয়ে বলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে চারমাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে।
এরআগে মাদ্রাসা পরিচালন সমিতির পক্ষ থেকে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনকে অসাংবিধানিক আখ্যা দেয়। এরপর রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস।
ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে মাদ্রাসা পরিচালন সমিতি এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলারই শুনানি ছিল আজ। সেখানেই সুপ্রিম কোর্ট স্পষ্টই জানিয়ে দেয় মামলার নিষ্পত্তি করতে হবে হাইকোর্টকেই। চারমাসের মধ্য নিষ্পত্তির সমসয়সীমাও বেধে দিয়েছে সুপ্রিম কোর্ট।
First Published: Monday, May 5, 2014, 13:32